চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৬ এপ্রিল ২০১৭
ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ ভুইয়া

চাঁদাবাজি মামলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ ভুইয়াসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-১ এ তারা আত্মসর্মপণ করে জামিন চাইলে বিচারক নিভানা খায়ের জেসি জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২২ মার্চ সিংগাইর থানায় চাঁদাবাজি মামলাটি দায়ের করেন মেসার্স তুষার মুন্নু এন্টারপ্রাইজের ম্যানেজার মো. আতোয়ার।

মামলায় বাদী উল্লেখ করেন, দরপত্রের মাধ্যমে সিংগাইর উপজেলার জয়মণ্ডপ এলাকায় একটি প্রতিষ্ঠানের মাটি ভরাটের কাজ পান তাদের প্রতিষ্ঠান। গত ২১ মার্চ কাজ চলাকালে চেয়ারম্যান জাহিদ ভুইয়া ও তার সহযোগী সাইফুল, সবুর খা, গাফফার, দেলোয়ার, ভুটু ও আরশাদ দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় দুই সিকিউরিটি গার্ডসহ কয়েকজন শ্রমিককে মারপিট করেন তারা।

এ ঘটনায় পরদিন সিংগাইর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।

স্থানীয় ভাবে খোঁজ নিয়ে জানো গেছে, মাটি ভরাটের দরপত্রে চেয়ারম্যান জাহিদ ভুইয়াও অংশ নিয়েছিলেন। তবে তিনি কাজ পাননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।