গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবকের জিহ্বা কামড়ে ক্ষতবিক্ষত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

ফেনীর দাগনভূঞা উপজেলায় ধর্ষণের চেষ্টাকালে আনিছ (২৬) নামে এক যুবকের জিহ্বা কামড়িয়ে ক্ষতবিক্ষত করেছেন এক গৃহবধূ।

গতকাল বুধবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর আনিসকে গ্রেফতার করেছে পুলিশ। আনিস উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের আইন উদ্দিন মুহুরী বাড়ির মো. ইদ্রিসের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, আনিস মাদকাসক্ত ও ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত। ওই গৃহবধূকে প্রায় উত্ত্যক্ত করতেন তিনি।

বুধবার রাত দেড়টার দিকে স্বামীর অনুপস্থিতিতে জানালা খুলে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শক্তিতে পেরে না উঠে কৌশলে আনিসের জিহ্বা কামড়িয়ে ক্ষতবিক্ষত করে দেয় ওই গৃহবধূ। এরপর আনিস পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, সকালে এলাকাবাসী ঘটনা জানতে পেরে পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে আনিসকে আটক করে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।