শ্বশুরের মাথা ন্যাড়া করে জুতার মালা পরালেন জামাই
স্বামীকে তালাক দিয়ে স্ত্রী অন্যত্র বিয়ে করায় শ্বশুরের মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছেন জামাই আতাউর রহমান তোবার।
নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার রাতে বালাপাড়া ইউনিয়নের ছাতনাই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যয়, মৃত কাছের উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬০) ডিমলা থেকে বাড়ি যাওয়ার পথে খগার হাটে রাত ৯টার দিকে চা খাচ্ছিলেন। এমন সময় খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের আতাউল ইসলাম শ্বশুর মজিবর রহমানকে টেনে হিচরে আতাউলের বাড়িতে নিয়ে যায়।
বাড়ি নিয়ে গিয়ে তার অর্ধেক মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে পরে জুতার মালা পরিয়ে বাজারে পাঠায় জামাই আতাউল। পরে স্থানীয় জনতা জুতার মালা ফেলে দেয়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত জনতা খগারহাটে মজিবরকে ঘিরে রাখে। পরে পুলিশ গিয়ে বালাপাড়া ইউপি সদস্য সেলিম আজাদের মাধ্যমে মজিবর রহমানকে উদ্ধার করে তার বাড়িতে পাঠায়।
জানা যায়, মজিবর রহমানের মেয়ে ছকিনা বেগমের সঙ্গে ৮ বছর আগে আতাউল ইসলামের বিয়ে হয়। গত ২ মাস আগে ছকিনা বেগম আতাউলকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। স্ত্রী ছকিনা বেগম অন্যত্র বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে আতাউল উক্ত ঘটনা ঘটায়।
মজিবর রহমান বলেন, আমি প্রশাসনের নিকট এ অন্যায় ঘটনার বিচার দাবি করছি।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া জাগো নিউজকে বলেন, বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি চরম অন্যায়।
ডিমলা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর রাতে ঘটনাস্থলে গিয়ে মজিবর রহমানকে ইউপি সদস্যের সঙ্গে তার বাড়িতে পাঠানো হয়েছে। মামলা দেয়ার জন্য বলা হয়েছে মামলা দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি নিচ্ছে।
জাহেদুল ইসলাম/এফএ/এমএস