চাঁপাইয়ে নিহত ৪ জঙ্গির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার শিবনগর-ত্রিমোহনী এলাকার জঙ্গি আস্তানায় নিহত ৪ জঙ্গির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবু। তার বাড়ি ত্রিমোহনী এলাকাতেই। অন্য তিনজনের দেহ নিজেদের ঘটানো বোমার বিষ্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাদের চেনা যাচ্ছেনা।

এর আগে শুক্রবার দুপুর দেড়টায় চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে শুধু মৃত আবুর দেহ অক্ষত ছিল।

আবুর মরদেহ এক ঘরে এবং অন্য তিনজনের মরদেহ আরেক ঘরে পাওয়া যায়। তাদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেস আলী মিয়া।

তিনি জানান, ওই বাড়িতে এখনও বোমা সদৃশ একটি বস্তু রয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ টিম ও ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

এদিকে গতকাল (বৃহস্পতিবার) ওই জঙ্গিবাড়ি থেকে উদ্ধার হওয়া নিহত জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মেয়ে সাজিদা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

মোহাঃ আব্দুল্লাহ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।