পঞ্চগড় সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার


প্রকাশিত: ০৯:৫২ এএম, ৩০ এপ্রিল ২০১৭

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জোতদারপাড়া সীমান্তে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার সকালে ওই সীমান্তের ৪১১ মেইন পিলার সংলগ্ন বাংলদেশের অভ্যন্তরের একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয়রা সীমান্তের ওই চা বাগানে সাউন্ড গ্রেনেডটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে জোতদারপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গ্রেনেডটি উদ্ধার করে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও চোরাচালান ঠেকাতে এমন সাউন্ড গ্রেনেড ব্যবহার হয়ে থাকে বলে বিজিবি সূত্র জানায়।

বিজিবির জোতদারপাড়া কোম্পানি কমান্ডার দিদার আহমেদ বলেন, উদ্ধার সাউন্ড গ্রেনেডটি সক্রিয় কিনা, তা বিশেষজ্ঞ ছাড়া বলা সম্ভব নয়। তবে গ্রেনেডটি থানা পুলিশের কাছে হস্তান্তর এবং বিজিবির পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে।

সফিকুল আলম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।