মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বহিষ্কার
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার সংগঠনের জেলা শাখার দফতর সম্পাদক লুৎফর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বিএনপির অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল। দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত জসিম উদ্দিন। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে একাধিকবার তাকে সতর্ক করা হলেও তা মানেননি তিনি।
এ কারণে গত ২২ এপ্রিল সংগঠনের এক জরুরি সভায় তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। গতকাল দুপুরে তার বহিষ্কার সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি মানিকগঞ্জ প্রেসক্লাবে পাঠানো হয়।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকেও স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হয়েছে।
বি এম খোরশেদ/এএম/জেআইএম