পঞ্চগড়ে চা পাতার মূল্যবৃদ্ধির দাবি


প্রকাশিত: ১১:৪৩ এএম, ৩০ এপ্রিল ২০১৭

পঞ্চগড়ে চা পাতার মূল্যবৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে ক্ষুদ্র চা চাষিরা। রোববার দুপুরে শহরের শেরেবাংলা পার্ক মোড়ের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড় শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে ক্ষুদ্র চা চাষিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চা বোর্ড চেয়ারম্যান ও উপ-পরিচালকের অপসারণ দাবি করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার পাঁচশ’র বেশি ক্ষুদ্র চা চাষি অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড়ের সভাপতি আমিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক মহিলা সংসদ সদস্য রীনা পারভীন, সাবেক জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাজাহানসহ ক্ষুদ্র চা চাষিরা বক্তব্য দেন।

ক্ষুদ্র চা চাষিদের অভিযোগ, সম্প্রতি পঞ্চগড় চা বোর্ড কার্যালয়ে চা চাষিদের এক প্রশিক্ষণ কর্মশালায় ক্ষুদ্র চা চাষিরা তাদের দাবি উত্থাপন করলে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও চা বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহামদ চাষিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এর প্রতিবাদে চা বোর্ড চেয়ারম্যান এবং উপ-পরিচালকের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে চা চাষিরা। আগামী ১৫ দিনের মধ্যে তাদের অপসারণ করা না হলে চা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ, আমরণ অনশনসহ বিভিন্ন আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্ষুদ্র চা চাষিরা।

মানববন্ধন শেষে চা চাষিরা চা পাতার মূল্য বৃদ্ধি, কারখানা কর্তৃক চা পাতার ওজন কর্তন বন্ধ এবং সরকারিভাবে চা কারখানা স্থাপনের ৩ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি বশিরুল আলম প্রধান বলেন, ১৫ দিনের মধ্যে চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও চা বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহামদকে অপসারণ করা না হলে আমরা চা বোর্ড ঘেরাও, আমরণ অনশন আন্দোলন শুরু করব।

সফিকুল আলম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।