পিটিয়ে হত্যার পর চিতা বাঘকে ঝুলিয়ে রাখল গ্রামবাসী
কুষ্টিয়ার মিরপুরে একটি চিতা বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার মালিহাদ ইউনিয়নরে আবুরী গ্রামে এলাকাবাসী চিতা বাঘটিকে আটকের পর পিটিয়ে হত্যা করে। হত্যার পর বাঘটির পায়ে রশি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
স্থানীয় বাসিন্দা জুমারত আলী বলেন, বাঘটি কোথা থেকে কীভাবে লোকালয়ে এসেছিল তা কেউ বলতে পারছে না। তবে মাঝে মধ্যেই বাঘটিকে ওই এলাকায় দেখা যেত।
মালিহাদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আলামিন বলেন, সকালে স্থানীয়রা অন্য বণ্য প্রাণি ভেবে তাড়া করে। তাড়া খেয়ে বাঘটি পানির পাইপের মধ্যে ঢুকে পড়লে গ্রামবাসীরা বাঘটিকে আটক করে।
ভয় পেয়ে বাঘটি হুঙ্কার দেয়া শুরু করে এবং ছটফট করতে থাকে। এ সময় গ্রামবাসীরা বাঘটিকে পিটিয়ে হত্যা করে। পরে মরা বাঘটিকে মাটি চাপা দেয়া হয়।
আল-মামুন সাগর/এএম/এমএস