আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীর মৃত্যু


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০১ মে ২০১৭
ফাইল ছবি

আম কুড়াতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুই নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার চক দৌলতপুর গ্রামের রুপ চান্দের স্ত্রী ছবি বেগম (৩০) শিবগঞ্জ পৌর এলাকার আইড়মারি মহল্লার আব্দুর রশিদের স্ত্রী মাসুমা বেগম (২৬)।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় শিবগঞ্জ আমবাজার এলাকায় আম কুড়ানোর সময় বজ্রপাতে ছবি বেগম মারা যায়। একই সময় মাসুমা বেগম তার বাড়ির পাশে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যায়।

মোহাঃ আব্দুল্লাহ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।