নৌকায় চড়ে বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা
বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে সন্ধ্যা নদীতে ভাসমান নৌকায় নদী পারাপার যাত্রী এবং নদীর কূলের অশিক্ষিত ও অবহেলিত জনপদের মানুষের বিবেককে জাগ্রত করতে অভিনব ও ব্যতিক্রমী এই প্রচারণার আয়োজন করা হয়।
‘না’-আপনার সচেতনতাই পারে বাল্যবিয়ে প্রতিরোধ করতে স্লোগানকে ধারণ করে উপজেলার প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী তাহমিনাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উদ্যোগে এ প্রচারণা চালানো হয়।
এ সময় তাহমিনা ও তার সহযোগীরা হাতে লাল কার্ড উঁচিয়ে ‘বাল্যবিয়ে না’ স্লোগানে মুখরিত করে তোলে নদী পাড়ের অগণিত মানুষজনকে।
20170502182903.jpg)
এ সময় সাহসী ছাত্রী তাহমিনার সঙ্গে ছিলেন উপজেলা প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষা উদ্যোক্তা আ. লতিফ খসরুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে তাহমিনা সাইকেলে চড়ে উপজেলার উত্তর বন্দরের ব্যবসায়ীদের হাতে লাল কার্ড তুলে দেন এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে লিফলেট বিতরণ করেন।
শিক্ষার্থী তাহমিনা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। আমাদের দেশে অনেক ছেলে-মেয়ে বাল্যবিয়ের শিকার হয়। তাই এই সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আমার এই উদ্যোগ। এই কাজে পথ চলতে সহায়তা করছেন শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু।
প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষা উদ্যোক্তা আ. লতিফ খসরু বলেন, সাহসী তাহমিনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি তার এই কাজে পথযাত্রী হতে পেরে আনন্দিত ও গর্বিত। সমাজের সকলকে এই সামাজিক ব্যাধি প্রতিরোধ করতে আহ্বান জানাই।
হাসান মামুন/এএম/আরআইপি