শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০২ মে ২০১৭

নেত্রকোনা সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক ওমর ফারুকের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক পরিষদ ও ছাত্র সমাজ।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাতপাই নেত্রকোনা সরকারি কলেজ চত্বর থেকে এক প্রতিবাদ মিছিল বের করে শিক্ষক ও ছাত্র সমাজ। ওই মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছোট বাজারস্থ শহীদ মিনারের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করে।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে এবং পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করে।

এতে জেলার শিক্ষক পরিষদ, বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অপরাধীদের দৃষ্টান্তমূল শাস্থির দাবি জানান বিক্ষোভ কারীরা।

এ সময় তারা বলেন, যতক্ষণ পর্যন্ত না এই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপাধক্ষ্য প্রফেসর সিরাজুর ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ননী গোপাল সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক বিধান মিত্র, গোলাম মোস্তফা, মহিলা কলেজের সহাকারী অধ্যাপক রশীদ আহমেদ তালুকদার, এন আকন্দ আলীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. গোলাম ফারুক, শাহ সুলতান কলেজের কামরুজ্জামান চৌধুরী, মোহনগঞ্জ কলেজের জোবেরী আলম প্রমুখ।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার (৩০ এপ্রিল) দুপুরে সরকারি কলেজে ঢুকে প্রভাষক ওমর ফারুককে মারধর করে আহত করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. শাকিব হাসান ও তার দুই বন্ধু।

এ ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে শাকিব ও তার বাবাসহ চারজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। 

কামাল হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।