চাঁদা না দেয়ায় শ্রমিকলীগ সভাপতির নেতৃত্বে হাঙ্গামা


প্রকাশিত: ১০:০৭ এএম, ০৩ মে ২০১৭

চাঁদা দিতে রাজি না হওয়ায় মানিকগঞ্জ জেলা শহরে চলাচলকারী হ্যালোবাইক চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার দুপুরে জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকারের নেতৃত্বে এই মারধরের ঘটনা ঘটে।

হ্যালোবাইক চালকরা জানায়, পৌরসভার নির্ধারিত পার্কিং চার্জ ১০ টাকার স্থলে তাদের কাছ থেকে ২০ টাকা হারে আদায় করা হয়।

দুপুরে এ নিয়ে কয়েকজন হ্যালোবাইক চালকের সঙ্গে বাবুল সরকারের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল সরকারের নেতৃত্বে ৪০-৫০ জন লোক লাঠি বাঁশ নিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় কমপক্ষে ১৫ জন হ্যালোবাইক চালক আহত হয়।

MANIKGONJ

এ সময় অন্তত ২৫-৩০টি হ্যালোবাইক ভাঙচুর করা হয়। এ ঘটনায় শহরে প্রায় এক ঘণ্টা হ্যালোবাইক চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে মেয়র গাজী কামরুল হুদা সেলিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। দুইপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকে বসার কথাও জানান তিনি।

এদিকে, হ্যালোবাইক চালকদের অভিযোগ অস্বীকার করে শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকার জানান, হ্যালোবাইক চালকদের সঙ্গে মেক্সি চালকদের ঝামেলা হয়েছে। এই ঘটনায় তার লোকজন জড়িত নয়।

বি.এম খোরশেদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।