মানিকগঞ্জে ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১০:২০ এএম, ০৪ মে ২০১৭

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাসিনা রৌশন জাহান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিঙ্গাইর উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে মানিক মিয়া ওরফে মইজা (৪৫) ও একই গ্রামের গেদা মিয়ার ছেলে আবুল হোসেন (৪৭)। মামলার অপর আসামি আব্দুল খালেককে বেকসুর খালাস দেয়া হয়েছে এবং মামলা চলাকালীন সময়ে আসামি কালু মিয়া মারা গেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৬ মে ফিরোজা আক্তার ও তার বোন নূরবানু রাত ৮টার দিকে অপর বোন হাসিনাকে বাস্তা বাসস্ট্যান্ডে আনতে যান। ফেরার পথে উপজেলার ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণে ধল্লা ফাঁকা জায়গায় পৌঁছালে মানিক মিয়া ওরফে মইজা ও আবুল হোসেন ফিরোজাকে মুখ বেঁধে কবরস্থানের পূর্ব পাশ্বে গ্রামীণ ব্যাংকের দক্ষিণে আখখেতে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পরের দিন ফিরোজা বাদী হয়ে সিংগাইর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।

৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দুই আসামিই পলাতক রয়েছেন।

রাষ্ট্র পক্ষে স্পেশাল পিপি এ কে এম নূরুল হুদা রুবেল এবং আসামি পক্ষে দিলীপ কুমার রাঝবংশী মামলাটি পরিচালনা করেন।

বি.এম খোরশেদ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।