নাটোরে রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ


প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৫ মে ২০১৭

নাটোরের বনপাড়ায় হোটেল ভাঙচুর ও হোটেল কর্মচারীকে মারধরের প্রতিবাদে রাস্তা অবরোধ করে ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা না হলে আগামীকাল শনিবার লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন তারা।

পুলিশ ও ব্যবসায়ী সূত্র জানায়, গতরাত ২টার দিকে মদ্যপ অবস্থায় বনপাড়া পৌর সভার কাউন্সিলর ইমান আলী, মাঝগ্রাম ইউপি মেম্বার আব্দুল আজিজসহ কয়েকজন ব্যক্তি সেলিম মিষ্টান্ন অ্যান্ড হোটেলে হামলা চালিয়ে ২ কর্মচারীকে মারপিট করাসহ হোটেলের সোকেশ ভেঙে দেয় এবং খাদ্যপণ্য ছুড়ে ফেলে দেয়।

সকালে বিষয়টি জানতে পেরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা সকল দোকান বন্ধ রেখে শিল্প ও বণিক সমিতির ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন শিল্প ও বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান তারেক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তরা ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা না হলে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দেন। পরে
পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।