বৃদ্ধ মায়ের রগ কাটলেন ছেলে


প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৩ মে ২০১৫

চাঁদপুরে নেশার টাকা না পেয়ে বৃদ্ধ মাকে কুপিয়ে জখম করেছেন মাদকসেবী ছেলে। এমনকি মায়ের রগ কেটে দিয়েছেন তিনি। এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে রোববার চাঁদপুর সদর উপজেলার রামদাসদিতে।

স্বজনরা জাগো নিউজকে জানান, মৃত বাসুু বেপারির স্ত্রী মমতাজ (৬৫) অসহায়ভাবে কোনরকম জীবন-যাপন করতেন। তার ছেলে সমির রিকশা চালানোর ফাঁকে এলাকায় মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন। মাদক সেবনের টাকার জন্য মাঝে মধ্যেই তিনি মরিয়া হয়ে উঠেন। রোববার তার বোন রাফিজা স্বামীর বাড়ি থেকে তাদের বাড়িতে এলে সমির তার মায়ের কাছে জমি জমার হিসাব চেয়ে এবং নানা ধরনের কাজের অজুহাতে টাকা দাবি করেন। অসহায় মা তা দিতে অপারগতা জানালে সমির তার মাকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকেন।

এক পর্যায়ে হাতের কাছে থাকা দা দিয়ে তাকে আঘাত করেন। শুধু তাই নয় তার বোন রাফিজা মাকে বাঁচানোর জন্য চেষ্টা করলে তাকেও মাদকসেবী সমির আঘাত করেন। এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে বৃদ্ধা মায়ের বাম হাতের রগ কেটে দেন। তাৎক্ষণিক স্থানিয়রা উদ্ধার করে আহত বৃদ্ধাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহত বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সমির পালিয়ে গেছেন।

ইকরাম চৌধুরী/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।