ডিমলায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
জাগো নিউজের নীলফামারী প্রতিনিধি ও ডিমলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কালিরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার বিকেলে সন্ত্রাসী হামলার শিকার জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ হামলার ঘটনায় জেলার সকল সাংবাদিকদের মাঝে প্রতিবাদের ঝড় ওঠেছে। এ ছাড়া সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শনিবার সকালে ডিমলার সাংবাদিক মহল মানববন্ধন ও সমবেশের ডাক দিয়েছে।
স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম জাহিদ ও ডিমলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলিমুল ইসলাম ঘটনার দিন রাতে উপজেলার তিতপাড়া গ্রামের স্থানীয় একটি অনলাইনের স্টাফ রিপোর্টার শামিম হোসেন অসুস্থ্য থাকায় চিকিৎসাসহ খোঁজ খবর নিতে তার বাড়ি যান। সেখান হতে মোটরসাইকেলযোগে ফেরার পথে ডিমলা হাসপাতালের অদূরে কালীর ডাঙ্গা নামক স্থানে ৯ জন সন্ত্রাসী তাদের পথরোধ করে গলায় দড়ি পেঁচিয়ে এলোপাতারি কিলঘুষি ও লাঠিপেটা করতে থাকলে জাহিদ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করতে থাকে। জাহিদের সঙ্গে থাকা অপর সাংবাদিক আলিমুল ইসলাম অবস্থা বেগতিক চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় জাহিদকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরএআর/পিআর