পাহাড় কেটে রাস্তা বানিয়ে সেলফি দিলেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:৫৮ এএম, ০৬ মে ২০১৭

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কোনো প্রকার অনুমতি না নিয়েই পাহাড় কেটে রাস্তা নির্মাণ করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক। এমনকি ওই রাস্তা নির্মাণ শেষে সেলফি তুলে ফেসবুকেও আপলোড করেছেন তিনি।

শুক্রবার সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন আব্দুল মালিক। তিনি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি জানান, লংলা খাস, টিলাগাঁও, কুলাউড়ার মহাল এলাকার রাস্তার কাজ সমাপ্ত হয়েছে। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও তদারকিতে লংলাখাস মহাল এলাকার রাস্তার কাজ শেষ হয়েছে। চাহিদামতো কাজ করার সুযোগে কমিউনিটর লোকজন খুবই খুশি। এজন্য তারা সরকার, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

কিন্তু টিলা কেটে রাস্তা নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, এখানে আগে থেকেই রাস্তা ছিল। এই জায়গাটা একটু বেশি উঁচু ছিল। তাই পাহাড় কাটা ছাড়া কোনো উপায় ছিল।

পাহাড় কেটে রাস্তা বানানোর এই উদ্যোক্তা মো. আবদুল মালিকের `ওয়াফ` নামে একটি এনজিও সংস্থা আছে। সেই সংস্থার মাধ্যমে তিনি এসব বিষয়ে জনসচেতনতা তৈরি করেন।

তবে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বি জানান, পাহাড় কেটে কোনোভাবেই রাস্তা নির্মাণ করা যাবে না। আর সরকারি অর্থ পাহাড় কাটায় ব্যবহার করা যাবে না। আমি বিষয়টি দেখছি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।