লালমনিরহাটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত: ০৩:০৪ এএম, ০৬ মে ২০১৭

লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক সংস্কারের দাবিতে মোটর মালিক সমিতিসহ শ্রমিক সংগঠনগুলোর ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মোটর শ্রমিক মালিক সংগঠনের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

লালমনিরহাট মোটর মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার নামুড়ি থেকে কাকিনা বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়ত ওই স্থানে বাস-ট্রাক বিকল হয়ে শত শত ট্রাক আটকে থাকে।

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সড়কটির সংস্কার কাজ শুরু হলেও তা খুবই ধীর গতিতে চলছে। এতে করে ওই সড়কে যানবাহন চালাতে চালক, মালিক ও শ্রমিকরা অস্বীকৃতি জানাচ্ছে।

ওই মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার সকাল থেকে লালমনিরহাট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হয়। এ খবরে জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খাঁন মোটর মালিক সমিতির নেতাদের নিয়ে বিকেলে সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সংস্কার কাজের ঠিকাদার ও মোটর মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। কাজ দ্রুত শেষ করতে ভারী ওজনের ট্রাক চলাচল বন্ধের দাবি জানানো হলে তা মেনে নেয় শ্রমিক নেতারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহাসড়কের সংস্কার কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন ঠিকাদার প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে উভয়ের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়। পরে বিকেলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয় মোটর মালিক সমিতিসহ শ্রমিক সংগঠনগুলো।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান ঠিকাদার ও মোটর মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে বলেন, শিগগিরই মহাসড়ক সংস্কারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক-শ্রমিক সমিতি।

রবিউল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।