গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৭ মে ২০১৭
ফাইল ছবি

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এলোপাথারি গুলি বর্ষণ করেছে। এসময় গুলিবিদ্ধ রসুল মিয়া (৩১) নামের এক বাংলাদেশিকে টেনে হেচড়ে নিয়ে গেছে বিএসএফ।

রোববার ভোর রাতে বুড়িহাট সীমান্তে একদল গরু ব্যবসায়ী গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে বিএসএফ।

এসময় গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে রসুল মিয়া নামের ওই বাংলাদেশিকে টেনে হেচড়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রসুল মিয়া কালিগঞ্জ উপজেলার সেবকদাশ গ্রামের হযরত আলীর ছেলে।

বিজিবি সূত্র জানান, রোববার ভোরে উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৫ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্তের কাছে রসুলসহ ১০/১২ জন গরু ব্যবসায়ী ভারতের ওপারে গরু আনতে গেলে ভারতীয় ১০০-সাউদ চামটা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া গুলি ছোড়েন। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রসুল। এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফ সাড়া দেয়নি বলে জানা গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রবিউল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।