পঞ্চগড়ে বন বিভাগের বিরুদ্ধে ভূমি মালিকদের বিক্ষোভ


প্রকাশিত: ১১:১০ এএম, ০৭ মে ২০১৭

পঞ্চগড়ে জমি দখলের অভিযোগে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ভূমি মালিকরা। রোববার দুপুরে স্থানীয় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলার পাঁচ শতাধিক নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিক অংশ নেন।

‘রক্ত দেব, তবু জমি দেবনা’, ‘রক্তের হলিতে লাল হবে যে মাটি, সেখানেই কবর দিও আমার দেহটি’, ‘এ কেমন দেশ, নিজের ঘরে পরবাস’, ‘১৯২৭ সালের বন আইনের ৬ ধারা মানিনা’, এমন স্লোগান সম্বলিত ব্যানার আর ফেস্টুন নিয়ে জেলা প্রশাসন অফিস চত্বরে অবস্থান নেয় নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান ওয়ারেসী স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা দাবি করেন, তৎকালীন পাকিস্তান সরকার কয়েকটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বর্তমান পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ, সদর ও তেঁতুলিয়া উপজেলার ব্যক্তিমালিকানা ৫ হাজার ৬০২ একর কৃষি জমি প্রাইভেট ফরেস্ট অর্ডিনেন্স ১৯৫৯ এ বন বিভাগের উপর ১০০ বছরের জন্য ন্যস্ত করা হয়।

এই জমি বন বিভাগ স্থায়ীভাবে দখলের জন্য রেকর্ড এর চেষ্টা শুরু করেছে। চলমান ভূমি জরিপে তাদের ভোগদখলে থাকা এসব জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করার জন্য দাবি জানানো হয়। অন্যথায় তারা কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

বিক্ষোভ সমাবেশে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক মো. সফিয়ার রহমান চৌধুরী, মো. ওয়ালিউল ইসলাম মন্টু, মো. খোরশেদ আলম, মো. তোজাম্মেল হোসেন খোকা, কুসুম কুমার প্রধান প্রমুখ বক্তৃতা করেন।

সফিকুল আলম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।