কিস্তির টাকার জন্য ভেঙে নেয়া ঘর ফিরিয়ে দিল প্রশাসন


প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৪ মে ২০১৫

এনজিও আশার কিস্তির টাকার জন্য মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার কাচারিকান্দি গ্রামের আলি খার স্ত্রী নাছিমা বেগমের বসত ঘর ভেঙে নেয়ার একদিন পরে প্রশাসনের উদ্যোগে ফেরত দেয়া হয়েছে।

আর শেষ আশ্রয় বসত ঘর ফেরত পেয়ে অসহায় পরিবারটিতে ফিরে এসেছে হাসির ঝিলিক।

অপরদিকে পরিবারটিকে মাদারীপুর ফাউন্ডেশনের মাধ্যমে নগদ ১৭ হাজার টাকা অনুদান দিয়েছে ইতালি প্রবাসি জনি মিয়া নামের এক সমাজসেবক। আর ভুক্তভোগী নাছিমার দশম শ্রেণির ছাত্রী মেয়ে লিমার মাস্টার্স পাস পর্যন্ত পড়ালেখার ব্যায়ভার বহন করতে সম্মতি জ্ঞাপন করেছে এক্সিমব্যাংক।


এছাড়া আশার ঋণের বকেয়া ১৩ হাজার ৩৩৩ টাকা পরিশোধ করবে বলে ঘোষণা করেছেন কালকিনি থানা পুলিশের অফিসার ইনচার্জ কৃপাসিন্দু বালা।  

জানা গেছে, গত ২ মে বসতঘর বিক্রি করে এনজিও আশার ১৫ হাজার টাকা পরিশোধ করে অসহায় নাছিমার পরিবার। আর এতে পরিবার পরিজন নিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে পরিবারটি। এনিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় খবর প্রকাশ হলে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, ইউএনও মো. হেমায়েত উদ্দিন ও ওসি কৃপাসিন্দু বালার উদ্যোগে আশ্রয়হীন পরিবারটির বসতঘর ফেরত দেয়া হয় এবং পুনরায় নির্মাণ করে দেয়া হয়।

এ কে এম নাসিরুল হক/এমএএস/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।