চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ কেজি গান পাউডার উদ্ধার


প্রকাশিত: ০৫:২৫ এএম, ০৮ মে ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গাইপাড়া এলাকা থেকে রোববার দিবাগত রাতে সাড়ে ৪ কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান সোমবার সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর বিওপি বিজিবির একটি টহল দল গাইপাড়া গ্রামের সীমান্ত পিলারের ১০/১ পাশ দিয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুইজন চোরাকারবারিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ধাওয়া করে।

এ সময় তারা একটি পোটলা ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে ওই পোটলা থেকে সাদা রঙের ২ কেজি এবং ধুসর রঙের আড়াই কেজি গান পাউডার উদ্ধার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি।

মোহা. আব্দুল্লাহ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।