চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন চালুর দাবি
চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন জেলাবাসী। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ‘আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী’ আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, জেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলওয়ে জংশনে বাইপাস রেল লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাইপাস রেল লাইন সম্পন্ন হলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে না। আগামী ২১ মে রেলমন্ত্রী বাইপাস রেল লাইন উদ্বোধন করবেন। তার এই উদ্বোধন কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জবাসীকে হতাশ করেছে।
বক্তারা বলেন, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওযায় জেলাবাসী চরম হতাশ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ জেলা থেকে সরাসরি আন্তঃনগর টেন চালুর দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন, আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী সংগঠনের আহ্বায়ক শাহজাহান আলী, সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা পরিষদের মহিলা সদস্য শান্তনা হক শান্তা, অ্যাডভোকেট নজরুল ইসলাম সোনা প্রমুখ।
মোহাঃ আব্দুল্লাহ/আরএআর/জেআইএম