যমুনায় গোসল করেতে নেমে বৃদ্ধ নিখোঁজ


প্রকাশিত: ১২:১২ পিএম, ০৮ মে ২০১৭

মানিকগঞ্জের আরিচায় যমুনা নদীতে গোসল করতে নেমে মানিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবালয় উপজেলার শিবালয় নতুনপাড়া গ্রামের মৃত গণি মিয়ার ছেলে মানিক মিয়া সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ঘাটের আজমিরী ট্রান্সপোর্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে আর ওঠে আসেননি। এ সময় স্থানীয় লোকজন ও ডুবুরি দল খোঁজ করেও মরদেহ পায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

বি.এম খোরশেদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।