শ্রীনগরে ২ শিক্ষার্থীর আত্মহত্যা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী আত্মহত্যার করেছে। সোমবার দুপুরে তারা নিজ নিজ বাড়িতে আত্মহত্যা করে।
পুলিশ সূত্র থেকে জানা যায়, নিহত শিক্ষার্থীদের মধ্যে আম্বিয়া আক্তার (১৬) শ্রীনগর হোগলাগাঁও উচ্চবিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। সে উপজেলার পাঠাভোগ গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে। অপর শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (১৩) উপজেলার ভাগ্যকূল গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।
শ্রীনগর থানা পুলিশের এসআই মাসুদ ও এসআই আমিনুল ইসলাম জানান, মাস দুয়েক আগে পারিবারিক সম্মতিতে আম্বিয়ার কাবিন সম্পূর্ণ হয়। তবে আজ দুপুরে বিয়ে সংক্রান্ত বিষয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এদিকে, উত্তর কামারগাঁও গ্রামের সপ্তম শ্রেণির ছাত্র মো. সাব্বির হোসেন মোবাইল ফোন কিনে দেয়নি বলে নিজ বাসায় ফ্যানের সঙ্গে গামছা ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ কর্মকর্তারা আরও জানান, দুটি আত্মহত্যার ঘটনায় কারো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ গুলো স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/আরআইপি