পিরোজপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চরখালী-ভাণ্ডারিয়ার কলোনি বাজার সংলগ্ন সড়কে একটি (কনে পক্ষ) যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলে ইকবাল হাওলাদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পিরোজপুরের মুলগাঁও থেকে বৌ ভাত খেয়ে (কনে পক্ষ) যাত্রীবাহী একটি রিজার্ভ (ঢাকা মেট্রো জ ০৪-০৯৯১) বাস দ্রুত গতিতে ভাণ্ডারিয়া স্ট্যান্ডের দিকে আসছিল। একই দিক মোটরসাইকেল আরোহী আসছিল। এসময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন দিলে স্থানীয় দমকল বাহিনীর ২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোটরসাইকেল বিস্ফোরণে বাসটিতে আগুন লেগেছে বলে ফায়ারম্যান মো. মিজানুর রহমান টেলিফোনে এ প্রতিবেদকে জানান।
ভাণ্ডারিয়া থানা পুলিশের ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, বাসটির নিচে মোটরসাইকেলটি প্রায় ৫০ গজ সড়কের খাওয়ায় তেলের ট্যাংকি ফেটে তেল বের হয়ে গেলে কে বা কারা আগুন দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
এমএএস/আরআইপি