অসুস্থ স্ত্রীর জন্য রান্না করতে গিয়ে শিক্ষক স্বামীর মৃত্যু
স্কুলে যাওয়ার আগে অসুস্থ স্ত্রীর জন্য ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার রনচন্ডি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
আইসিটিতে দক্ষ, সদাআলাপী এবং এলাকার সকলের প্রিয় প্রধান শিক্ষক আব্দুল মজিদের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার এই মৃত্যুর খবরে স্কুলের শিক্ষার্থী ছাড়াও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন বলে জানান কিশোরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল কাদির।
এলাকাবাসী জানায় আব্দুল মজিদের স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে। স্ত্রী অসুস্থ থাকায় তিনি সকাল আটটায় বিদ্যুৎচালিত ম্যাজিক চুলায় রান্না করার জন্য বিদ্যুতের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
জাহেদুল ইসলাম/এমএএস/আরআইপি