পাথরঘাটায় ইয়াবাসহ তরুণী আটক
প্রতীকী ছবি
বরগুনার পাথরঘাটা উপজেলার মধ্য কুপদোন এলাকা থেকে ৮শ পিস ইয়াবাসহ হাসি (২৫) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে কালমেঘার মধ্য কুপদোন এলাকার মোস্তফা মৃধার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় স্বামী ইয়াবা ব্যবসায়ী মৃধা পালিয়ে যেতে সক্ষম হলেও স্ত্রী হাসি বেগমকে আটক করা হয়।
পরে অনুসন্ধান চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে রাখা ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, ইয়াবা ব্যবসায়ী মোস্তাফাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তার স্ত্রী হাসি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/আরআইপি