মঠবাড়িয়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১০ মে ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাসেল হাওলাদার (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার।

নিহত রাসেল উপজেলার মধ্য সোনাখালী গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য সোনাখালী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে রাসেলের সঙ্গে প্রায় এক বছর আগে দক্ষিণ সাপলেজা গ্রামের আবদুর রাজ্জাক হাওলাদারের মেয়ে মারুফা আক্তারের বিয়ে হয়। বর্তমানে স্ত্রী মারুফা আক্তার ৬ মাসের অন্তঃস্বত্ত্বা।

রাসেলের স্ত্রী মারুফা আক্তার বলেন, আমার শ্বশুর-শ্বাশুড়ি ঢাকায় রয়েছেন। বাড়িতে আমরা স্বামী-স্ত্রী দুজনে ছিলাম। বুধবার সকালে আমি পাশের ঘরে ছিলাম। হঠাৎ এসে দেখি ঘরের আড়ার সঙ্গে আমার ওড়না দিয়ে ফাঁস দিয়ে রাসেল ঝুলছে। পরে চিৎকার দিয়ে ওড়না কেটে নিজেই স্বামী রাসেলকে নিচে নামাই। প্রতিবেশীদের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বাবা-মা বিভিন্ন এনজিও থেকে লোন গ্রহণ করে পরিশোধ না করে ঢাকা চলে যাওয়ায় এনজিও কর্মীদের তাগাদায় রাসেল অতিষ্ঠ হয়ে পড়েন। এছাড়া দৈনিক মজুরির টাকা মহাজনের কাছ থেকে না পেয়ে শ্বশুর বাড়ি যেতে না পারায় গতকাল থেকে রাসেল হতাশায় ভুগছিলেন।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

হাসান মামুন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।