স্টুডিও ব্যবসার আড়ালে জাল টাকার ছাপাখানা!
পঞ্চগড়ের ১১ লাখ জাল টাকার নোটসহ আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙা বাজারের মুসলিম মার্কেটের আদর্শ ডিজিটাল স্টুডিও থেকে নীলফামারি র্যাব-১৩ এর একটি দল তাকে আটক করে।
এ সময় জাল টাকা তৈরির সরঞ্জামসহ একটি কম্পিউটার এবং একটি প্রিন্টার জব্দ করা হয়। আটক যুবক ওই ইউনিয়নের আমবাড়ি গ্রামের রমজান আলীর ছেলে। আটকের পর তাকে নীলফামারি র্যাব-১৩ ক্যাম্পে নিয়ে যায় র্যাব সদস্যরা।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, পুকুরীডাঙা বাজারের আদর্শ ডিজিটাল স্টুডিও থেকে ওই এলাকার সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন থেকে জাল টাকা তৈরি এবং দেশের বিভিন্ন এলাকায় তা পাচার করে আসছিল।
এর সঙ্গে জড়িত চিহ্নিত ওই চক্রটি অল্প দিনের মধ্যে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। চক্রটির দৈনন্দিন চলাফেরা এবং বিলাসবহুল জীবনযাপন নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন রয়েছে।
দীর্ঘদিন পর হলেও জাল টাকা তৈরির স্থান চিহ্নিত করে সরঞ্জামসহ ওই যুবককে আটক করে র্যাব। এ সময় আদর্শ ডিজিটাল স্টুডিও থেকে ১১ লাখ টাকার সমমান এক হাজার ১০০টি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়। র্যাবের অভিযানে একজন ধরা পরলেও এর সঙ্গে আশপাশের আরও কয়েক জন জড়িত রয়েছে বলে দাবি স্থানীয়দের।
নীলফামারি র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুর কবির জানান, পুকুরীডাঙা বাজারে স্টুডিও ব্যবসার আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরেই জালনোট তৈরি এবং পাচার করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছে ১১ লাখ টাকার বেশি ১ হাজার টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তিকে নীলফামারি র্যাব-১৩ ক্যাম্পে নেয়া হয়েছে। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সফিকুল আলম/এএম/জেআইএম