সাদুল্লাপুরে ধর্ষক ফরিদ মিয়া গ্রেফতার


প্রকাশিত: ১১:৪১ এএম, ১১ মে ২০১৭

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কন্যা শিশুকে (৮) ধর্ষণের দায়ে ফরিদ মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে তাকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় গ্রামে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ফরিদ মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে।

গ্রেফতার ফরিদ মিয়াকে দুপুরে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে এবং কন্যা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাদুল্লাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বলেন, বুধবার দুপুরে ফরিদ মিয়া একই গ্রামের ওই শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই ফরিদ মিয়া পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এরপর বৃহস্পতিবার ভোররাতে নিজের বাড়ি থেকে পুলিশ ফরিদকে গ্রেফতার করে।

সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মুঠোফোনে জাগো নিউজকে বলেন, একটি শিশুকে ধর্ষণের মামলায় দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় গ্রামের ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।