বাংলাবান্ধা দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা


প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৫ মে ২০১৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ নেপালের মানুষের সহায়তায় ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১৫টি চাল ভর্তি ট্রাক (৩৭৫ টন) বাংলাদেশের সীমানা অতিক্রম করে।

প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তায় এসব ত্রাণের ট্রাক বাংলাবান্ধা অতিক্রম করে সেখান থেকে ৬০ কিলোমিটার দুরে ভারতের ফুলবাড়ি-শিলিগুড়ি হয়ে সরাসরি নেপালের কাকরভিটা পৌঁছাবে।

পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ক্রমান্বয়ে ১০ হাজার মেট্রিক টন চাল এবং দুই ট্রাক বিশুদ্ধ পানি নেপালে পাঠানো হবে।

প্রেস ব্রিফিংয়ে ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আতিকুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ দেলোয়ার বখ্ত, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।