পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১২ মে ২০১৭

পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৪৩ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছির পদ্মাসেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে একথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, শিডিউল অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মূল অবকাঠামো নির্মাণে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই। আর অল্প কিছুদিনের মধ্যেই সেতুর পিলারের উপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। সুপার স্ট্রাকচারের কাজ শুরু হলেই দৃশ্যমান হবে পদ্মাসেতুর মূল অবকাঠামো।

এ সময় তিনি আরো বলেন, পদ্মাসেতু প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসিকতার ফল। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিশ্ববাসীর কাছে তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রী যথাসময়ে পদ্মাসেতু উদ্বোধন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময়ে তার পদ্মাসেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।