বরগুনায় মাদকসহ ভাই-বোন আটক


প্রকাশিত: ০৪:২৬ এএম, ১৩ মে ২০১৭

বরগুনায় তিন কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার মধ্য কালমেঘা এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- মধ্য কালমেঘা এলাকার আজহার আলীর ছেলে মো. মনির (৩৫) এবং  মেয়ে রাশেদা (৩০)।

পাথারঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য কালমেঘা গ্রামের মনিরের ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরের কোণে একটি প্যাকেটে তিন কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মনির ও তার বোন রাশেদাকে আটক করা হয়।

মনির ও রাশেদা দুইজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে জানিয়ে ওসি বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।