মাদারীপুরে বাস চাপায় ২ নারী নিহত


প্রকাশিত: ০৪:২২ এএম, ০৬ মে ২০১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় ২  নারী পথচারী নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায় নি।

স্থানীয়রা জানান, ভোররাতে ঢাকাগামী একটি দ্রুতগতির পরিবহন ঘটকচর এলাকায় রাস্তার পাশে থাকা এক ভারসাম্যহীন নারীকে চাপা দেয়। এতে আরেক বৃদ্ধ নারী এগিয়ে আসলে তাকেও চাপা দিয়ে চলে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই দুই নারী মারা যায়। সকালে রাস্তের পাশে রস্তাক্ত অবস্থায় তাদের দেখতে পেয়ে সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। তবে এর মধ্যে একজন ভারসাম্যহীন ছিল। গত কয়েক দিন যাবত তাকে ওই এলাকায় দেখা গেছে। পরিবহনটি চিহ্নিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্যে মাদারীপুর মর্গে রাখা হয়েছে।

নাসিরুল হক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।