ঠাকুরগাঁওয়ে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৪ মে ২০১৭

ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানীতে অবস্থিত একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে রোববার দুপুরে প্রতিবন্ধী স্বপ্নজয়ী মায়েদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৩৬৯ জন মা কে পুরষ্কার দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, ৩০ বিজিবি সুবেদার আবুল কালাম আজাদ, রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম।

বক্তারা বলেন, মা তো মা, যার কোনো তুলনা কোনোদিন কোনো কিছুর সঙ্গে হয় না। মায়ের জন্য কোনো দিবস হয় না। মা আমার সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা আক্তার পুতুল প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভাবছেন আমরাও চাই এই শিশুদের পাশে দাঁড়াতে।

একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম বলেন, টাকার অভাবে স্কুলের সকল বাচ্চাদের ঠাকুরগাঁও শহরে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে স্কুলে পড়া শেষ করে আবার সেখানেই দিয়ে আসতে হয়। আমার পক্ষে সম্ভব হচ্ছেনা সরকারের সুদৃষ্টি কামনা করছি।

পরে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র ‘বিশ্ব মা দিবস‘ উপলক্ষে ৩৬৯ জন মা কে পুরষ্কার তুলে দেয়।

রিপন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।