পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগের সহসভাপতি খবির উদ্দীন আহাম্মেদ (৭০) মারা গেছেন। টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ সোমবার বিকেল ৫টায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পতিপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছিলেন।
দলীয় সূত্র জানায়, গত ৯ মে বিকেলে সদর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে জেলা আওয়ামী লীগ সহসভাপতি রবি মাহমুদ এবং খবির উদ্দিন আহাম্মেদ মোটরসাইকেলযোগে সদর ইউপি অফিস চত্বরে যাচ্ছিলেন।
এসময় পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কের হেলিপ্যাড এলাকায় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের সামনে থেকে ধাক্কা লাগলে তারা দুজনই ছিটকে পড়েন।
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিও পাশের একটি খাদে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রবি মাহমুদ মারা যান। পরদিন উন্নত চিকিৎসার জন্য খবির উদ্দীন আহাম্মেদকে ঢাকায় নেয়া হয়।
প্রবীণ নেতা খবির উদ্দীন আহাম্মেদের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট গভীর শোক প্রকাশ করেছেন।
সফিকুল আলম/এফএ/জেআইএম