মুন্সিগঞ্জে ৪১টি ককটেল উদ্ধার


প্রকাশিত: ১২:২০ পিএম, ১৫ মে ২০১৭

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকার বোরহান বেপারীর বাড়ির কাঠ বাগানের পরিত্যক্ত জায়গা থেকে ৪১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ এসব ককটেল উদ্ধার করে।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, ককটেলগুলো পরিত্যাক্ত অবস্থায় দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৪১টি ককটেল উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।