পদ্মায় যাত্রী নিয়ে ডুবোচরে আটকা ফেরি


প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৬ মে ২০১৭
ফাইল ছবি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঝড়ের কবলে পড়ে যাত্রী ও যানবাহন নিয়ে ডুবোচরে আটকা পড়েছে একটি ফেরি। সোমবার মধ্যরাতে এনায়েতপুরী ও কুমারী নামে দুটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। প্রায় ৮ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৮টায় এনায়েতপুরী ফেরিটি উদ্ধার হলেও উদ্ধার হয়নি ফেরি কুমারী।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. তানভীর জানান, সোমবার মধ্যরাতে যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে এনায়েতপুরী ও কুমারী নামের ফেরি দুটি ঝড়ের কবলে পড়ে। এসময় প্রচণ্ড বাতাসে ফেরি দুটি ডুবোচরে আটকে যায়।

রো-রো ফেরি গোলাম মওলা ও একটি আইটি জাহাজ দিয়ে ৮ ঘণ্টা চেষ্টার পর এনায়েতপুরী ফেরিটি উদ্ধার করা হয়।
কুমারী ফেরিটিও উদ্ধারে কাজ চলছে। অল্পসময়ের মধ্যেই এটি উদ্ধার সম্ভব বলে জানান তিনি।

বিএম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।