সৈয়দপুরে উপ-নির্বাচনে আ.লীগের জয়


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৬ মে ২০১৭

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোখছেদুল মোমিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৩৬  হাজার ৯৮১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রভাষক শওকত হায়াত শাহ পেয়েছেন ২০ হাজার ৩৯৮ ভোট।

মঙ্গলবার উপ-নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এ তথ্য জানান।

জাহেদুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।