জোড়াখুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৯ মে ২০১৭

জোড়াখুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শ্রী কানাইয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিপিসি-২ র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে পঞ্চগড় জেলা শহরের করতোয়া ব্রিজ সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে সিপিসি-২ র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, তার ও স্কোয়াড কমান্ডার এএসপি শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

জাহেদুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।