কমলনগরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগরে মমিন উল্যা (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভুলুয়া নদীর পাশের একটি বাঁশ ঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মমিন উল্যা উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে মো. ফয়েজ জানান, তারা পাঁচ ভাই। দুই ভাই নোয়াখালীর শান্তিরহাটে থাকেন, তিন ভাই চর পাগলা গ্রামে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার তার বাবা চরপাগলা গ্রামের বাড়িতে আসেন। দুপুরে একটা কলার ছড়া কাটাকে কেন্দ্র করে ভাই মোহাম্মদের স্ত্রী শাহিনুর আক্তারের সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়। এ সময় বাবাকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়। এরপর সকালে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
তিনি অভিযোগ করেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/আরএআর/এমএস