গাজীপুরে রিভলবারসহ দুই যুবক গ্রেফতার
প্রতীকী ছবি
গাজীপুরে রিভলবার ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। শনিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকরা হলেন, পাবনা সদরের ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে রাকিব (৩০) এবং একই থানার টিকুরী এলাকার বন্দে আলী খানের ছেলে শাহিন খান (৩০)।
গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইনস্পেক্টর (ডিআই-২) মো. মমিনুল ইসলাম জানান, শনিবার রাতে শিববাড়ি মোড় এলাকায় এসআই ফিরোজ উদ্দিনের নেতৃত্বে চেকপোস্ট পরিচালিত হচ্ছিল। একটি সিএনজি অটোরিকশাযোগে যাওয়ার পথে রাত ১০টার দিকে রাকিবের দেহ তল্লাশি করে দুই রাউন্ড তাজা গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। এ সময় রাকিব ও তার সহযোগী শাহিনকে আটক করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস