লক্ষ্মীপুরে শিশুসহ দুইজনের মৃত্যু
লক্ষ্মীপুর পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পার্বতীনগরে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৮) ও খিলবাইছার মতলবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তার হোসেনের (৬০) মৃত্যু হয়।
মিতুর বাবা পরান হোসেন জানান, ঘটনার সময় সে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, অসাবধানতাবশত বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আক্তার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজল কায়েস/এএম/আরআইপি