রায়পুরে শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা
লক্ষ্মীপুরের রায়পুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এ আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হানি, রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বেলাল হোসেন ভূঁইয়া।
আয়োজকরা জানায়, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১২ জন শিক্ষক-কর্মচারী, জেএসসি-জেডিসির ১১৪ এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৭ ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়। তাদের প্রত্যেককে ফুল, ক্রেস্ট ও প্রশংসাপত্র দেয়া হয়।
কাজল কায়েস/এএম/এমএস