হাতীবান্ধায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা


প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৯ মে ২০১৫
প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় রিনা আক্তার (১৩) নামে এক  কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সকালে স্থানীয়রা ওই কিশোরীর লাশ ভুট্টা ক্ষেতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, ওই কিশোরী মোস্তাজীরপাড়া এলাকার জলিলুর রহমান মোস্তাজীরের পালিত মেয়ে। শুক্রবার সন্ধার পর থেকে ওই কিশোরীকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা সকালে ভুট্টা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান এনায়েতউল্লাহ জাগো নিউজকে জানান, ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

হাতীবান্ধা থানা পুলিেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুট্টা ক্ষেতে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। অপরাধিদের গ্রেফতারে তৎপরতা চলছে।

রবিউল হাসান/ এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।