মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৮:২২ এএম, ২৩ মে ২০১৭

মানিকগঞ্জের ঘিওরে ক্ষুদ্র ব্যবসায়ী আলীম হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রিপন উল্লাহ, দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান বাবু ও ইসমাইল হোসেন। আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩ জুলাই রাতে বাড়ি থেকে ঘিওর বাজারে যাওয়ার পথে ক্ষুদ্র ব্যবসায়ী আলীমের কাছে আসামিরা নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আলীমের গলায় রশি পেঁচিয়ে হত্যা করে ১০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয় তারা। পরে ব্রিজের সঙ্গে আলীমের মরদেহ ঝুলিয়ে রাখেন তারা। পরের দিন সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় চারজনকে আসামি করে আলীমের বোন শাহনাজ বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ চার আসামির বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট আজিজুল্লাহ এবং আসামি পক্ষে রৌশন আলী মামলাটি পরিচালনা করেন।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।