রামগতিতে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটি ভোট কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ২৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বড়খেরি ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মুজাস্বর বাড়ি দরজা অস্থায়ী ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় একটি কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করে প্রিসাইডিং কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় বড়খেরী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মুজাস্বর বাড়ি দরজা অস্থায়ী ভোট কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী বেলাল উদ্দিন তার সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্রসহ কেন্দ্র দখলের চেষ্টা করে।
খবর পেয়ে জমির আলী নামে অপর ইউপি সদস্য প্রার্থী তার সমর্থকদের ঘটনাস্থলে এসে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তিন পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। পরে ১০ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
অপরদিকে একই সময় ওই ই্উনিয়নের দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য মিজানুর রহমান ও মোশাররফ হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পুলিশসহ আরও ১০ জন আহত হয়। এই কেন্দ্রে ১৪ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যাব পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ব্যবস্থা জোরদার করেছে। আহতদের স্থানীয় ক্লিনিকে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার রামগতি উপজেলার বড়খেরী, চরআলগী ও চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে।
কাজল কায়েস/এএম/এমএস