শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টাকারী কারাগারে


প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৪ মে ২০১৭

লক্ষ্মীপুরে রেস্তোরাঁ শ্রমিকের (১১) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টাকারী অভিযুক্ত কিশোরকে (১৭) কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত শিশুটির মা বাদী হয়ে বুধবার দুপুরে ওই কিশোরসহ অজ্ঞাত একজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় শিশু শ্রমিকটির পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় বলগানাইজিং দোকানের শ্রমিক কিশোরটি।

মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্তকে মজুচৌধুরীরহাট এলাকা থেকে আটক করে পুলিশ। পরে বুধবার বিকেলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অসুস্থ হওয়ার পর মিলনকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা শেষে লক্ষ্মীপুরে ছেলেটি এখন তার মায়ের জিম্মায় আছে।

লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, আহত শিশুটি মজুচৌধুরীর হাটের একটি রেস্তারাঁয় কাজ করত। মঙ্গলবার বিকেলে একই হাটের বলগানাইজিং দোকানের শ্রমিক কিশোর তার দোকানে নিয়ে জোরপূর্বক শিশুটির পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করে। এতে শিশুটি রক্তাক্ত জখম হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, শিশুটির পায়ুপথে বাতাস ঢোকানো হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।