ফেরির সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ: নিখোঁজ ৪


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১০ মে ২০১৫

মাদারীপুরের কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে রাতে ফেরির সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে স্পিডবোটের চার যাত্রী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন শিশু ও ৩ জন নারী যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

অপরদিকে কাওড়াকান্দি স্পিডবোটর সঙ্গে সম্পৃক্তরা দাবি করেন স্পিডবোটের ১৬ যাত্রীই তীরে উঠতে সক্ষম হন। তবে এভাবে সংঘর্ষের ঘটনা ঘটায় সামনে বসে থাকা যাত্রীদের মারাত্মক আহত অবস্থায় নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা করছেন স্পিডবোর্ডের পেছনের যাত্রীরা। এ ঘটনায় আহত বা নিখোঁজ কারো নাম পরিচয় জানা য়ায়নি।

শিবচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই কাওড়াকান্দি ফেরি ঘাট এলঅকায় তল্লাশি করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত স্পিডবোটটি আটক করে। বোটটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে মাওয়া ঘাট থেকে শামীম মাতুব্বরের মালিকানাধীন একটি স্পিডবোট ১৬ জন যাত্রী নিয়ে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। স্পিডবোটটি কাওড়াকান্দি ৩ নং ঘাট এলাকায় পৌঁছলে  নদীতে একটি ফেরির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে স্পিডবোটের সামনের বাম পাশের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায়। তৎক্ষণাত স্পিডবোট নদীতে ডুবে যায়। এ দুর্ঘটনার পর ১২ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও স্পিডবোটের অপর ৪ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, রাতে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচলে নিষেধাঞ্জা থাকলেও তা মানা হচ্ছে না।

এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।